দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তি পেয়েছে ঈদুল আযহার রাতে। মুক্তির পর অনলাইনে তুমুল সাড়া ফেলে দিয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিয়ালটি।
সিরিজটি এবার সাবস্ক্রাইব করে দেখছেন দর্শক। বঙ্গ অ্যাপ থেকে টাকা দিয়ে একসঙ্গে আট পর্ব দেখে দর্শক বলছেন, ‘ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন দেখে পয়সা উসুল!’
তাসরিফ হোসেন লিখেছেন, নতুন সিজন শুরু হলো। ঈদের রাতে এক বসাতে আটপর্ব দেখে ফেললাম। একেবারে পয়সা উসুল। পরের পর্বগুলো দেখার জন্য অধির অপেক্ষায় আছি। কাজল আরেফিন অমি ও নাটকের শিল্পীদের ভালোবাসা।
ফারদিন আহমেদ লিখেছেন, সিজন-৫ শুরু থেকেই হাসি-ঠাট্টা, প্রেম, দুঃখ বাস্তবতার সুন্দর মিশেল নিয়ে এগিয়ে যাচ্ছে। পলাশ, হাবু, শিমুল, কাবিলা সবার ক্যারেক্টার আগের থেকেও বেশি ম্যাচিউরড। নতুন চরিত্রগুলাও ফ্রেশ লেগেছে এবং কাহিনিতে ভিন্নমাত্রা যোগ করেছে। ক্যামেরা ও এডিটিং মান অনেক উন্নত। সবমিলিয়ে, শুরুটা একেবারে দুর্দান্ত হয়েছে!
সিঙ্গাপুর থেকে হাসান মুন্না লিখেছেন, এপিসোড ৮ দেখা শেষ পরের ৮টি পর্বের জন্য অপেক্ষায় রইলাম। বহুদিন পরে মন খুলে একটু হাসলাম। প্রবাসে বসে ঈদের দিনে সুন্দর একটি সিরিজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অমি ভাইকে।
মালয়েশিয়া থেকে ফাহাদ লিখেছেন, প্রবাসে বসে বন্ধুদের নিয়ে একসাথে বসে দেখলাম নতুন সিজন, ব্যাপক বিনোদন পেলাম। আশরাফুল নামে আরেকজন লিখেছেন, প্রথম আট পর্ব দেখে বোঝা যাচ্ছে সিজন ৫ কোন লেভেলে যাচ্ছে।
শফিকুল ইসলাম লিখেছেন, এতদিনের অপেক্ষা বিফলে যায়নি। আহ, হা! বিনোদন দেয়ার জন্য অমি ভাই সেরা রে!
প্রথমদিন দর্শক সাড়া অভিভূত পরিচালক ও প্রযোজক অমি। তিনি বলেন, অন্যান্য সময় দেখা যায় ওয়াচটাইম ৫০-৬০ পারসেন্ট হয়, যা ব্লকবাস্টার রেসপন্স ধরা হয়। ব্যাচেলর পয়েন্টের ওয়াচ টাইম ৯৭ পারসেন্ট! বাংলাদেশের ওটিটি যে এগিয়ে যাচ্ছে এটা প্রমাণিত, নতুন সিজনের প্রথম আট পর্ব দিয়ে এমনভাবে অনুপ্রাণিত হয়েছি যে, আমাদের সবাইকে বহুদূর এগিয়ে যাওয়ার শক্তি পেয়েছি। আশা করছি, আগামীর এপিসোডগুলো দর্শক আরো উপভোগ করবে।
ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাচ্ছে বঙ্গ অ্যাপে। দেখতে হলে ৪০ টাকায় সাবস্ক্রাইব করতে হবে।
পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।
পরদিন (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইতে দেখা যাবে।
এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।








