বৃহস্পতিবার রাতে এস্পানিওলকে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। লিগ টাইটেল জয়ের পরের ম্যাচেই পরাজয় দেখল হ্যান্সি ফ্লিকের দল। ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলে হেরেছে কাতালান ক্লাবটি। অন্য ম্যাচে সেভিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার ঘরের মাঠে সফরকারী দলটির হয়ে গোল করেছেন আয়োজ পেরেজ, সান্টি কোমেসানা ও টাজস বুচানান। স্বাগতিকদের গোল দুটি করেছেন লামিন ইয়ামাল ও ফেরমিন লোপেজ।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে চ্যাম্পিয়ন দলটি। চতুর্থ মিনিটে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন পেরেজ। প্রথমার্ধেই ঘুরে দাঁড়ায় বার্সা। ৩৮ মিনিটে ইয়ামালের গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বার্সাকে লিড এনে দেন লোপেজ। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় ফ্লিকের শিষ্যরা।
বিরতির পর ৫০ মিনিটের ভিয়ারিয়ালকে সমতায় ফেরান কোমেসানা। ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন বুচানান।
অন্যদিকে সেভিয়ার মাঠে তাদেরকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধ শেষের পর ম্যাচের শেষ দিকে জালের দেখা পায় রিয়াল। ৭৫ মিনিটে কাইলিয়ান এমবাপের গোলের পর ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জুড বেলিংহাম।








