চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। শুরুতে সুপারকাপ জয়ের পর কোপা ডেল রে চ্যাম্পিয়ন হয়েছে। সামনে সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের। এমন বাস্তবতায় ইউরোপসেরা হওয়ার মঞ্চে ফাইনালের টিকিট পেতে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে কাতালুনিয়ান দলটি। সবশেষ ২৮ ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল হারের মুখ দেখেছে কেবল একটিতে। উড়তে থাকা বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইলে প্রথম লেগের লড়াইয়ের আগে বার্সাকেই এগিয়ে রাখলেন ইন্টার মিলান কোচ সিমন ইনজাঘি।
চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালে ইতালির সিরি আ’র ইন্টার মিলানের মুখোমুখি হবে স্পেনের লা লিগার বার্সেলোনা। প্রথম লেগে বার্সার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।
কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে সেমিতে নাম লিখিয়েছে। পরে সিরি আ’য় হেরেছে দুটি ম্যাচ। তাতে নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে। কোপা ইতালিয়ার সেমিতে এসি মিলানের কাছে হেরেছে। অন্যদিকে সবশেষ ২৮ ম্যাচে কেবল একটি হার ফ্লিকের বার্সেলোনার।
এসবের কিছুই মাথায় আনছেন না ইন্টার কোচ ইনজাঘি। নিজেদের বাজে পারফরম্যান্সের কথা স্বীকার করে ৪৯ বর্ষী ইতালিয়ান কোচ বলেছেন, ‘হ্যাঁ, সত্যি খুবই বাজে সপ্তাহ কেটেছে। কিন্তু সেটাতো এতদিন ধরে করে আসা ভালো কাজ মুছে ফেলতে পারে না। আমরা জানি আমাদের ভালো করতে হবে।’
উড়তে থাকা বার্সাকে নিয়ে বলেছেন, ‘ওদের (বার্সা) ছন্দের জন্য কৃতিত্ব দিতেই হবে। অবিশ্বাস্য ভালো খেলছে, এপর্যন্ত দুটি ট্রফি জিতেছে। বাকি দুটির জন্যও লড়াই করছে। সেজন্য তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান আছে। তাই বলে কোনো ভয় পাচ্ছি না আমরা।’
গত মৌসুমে সিরি আ জেতা ইন্টার ২০২৩ সালের আসরে ফাইনাল খেলেছিল। সেই আসরে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় তাদের। এবার লক্ষ্য উন্নতি, ‘আমরা বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটির কথা বলছি। সবাই চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত প্রতিপক্ষ এবং এখানে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা। সেখানেই দুর্দান্তভাবে এগিয়ে এসেছি আমরা। তাই এই দুটি সেমিফাইনাল খেলতে চাই এবং এগিয়ে যেতে চাই।’







