চলতি মৌসুমের পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেননি বার্সেলোনার স্প্যানিয়ার্ড পাবলো গ্যাভি। এপর্যন্ত বার্সা জার্সিতে ৩১ ম্যাচে খেলতে না পারা তারকা অবশেষে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।
হাঁটুর চোটে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া মিডফিল্ডার অনুশীলনে ফিরলেও খেলায় ফিরছেন না। কাতালুনিয়ান ক্লাবটি নিশ্চিত করেছে, গ্যাভি আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন।
বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো চোটের অবস্থা সম্পর্কে জানিয়েছেন, ‘গ্যাভি উন্নতি করছেন। চলতি সপ্তাহে অনুশীলন শুরু করেছেন। যদিও অভিজ্ঞ নই এসবে, তবে হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার তাকে সাহায্য করেছে। আশা করা যায় চোট থেকে পুরোপুরি ফিট হয়ে ফিরবেন।’
এর আগে ২০২৩-২৪ মৌসুমে ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘমেয়াদি চোটে পড়েছিলেন গ্যাভি। সেবার লিগামেন্টের চোটে ৩৩১ দিন পর ফিরেছিলেন।
বার্সেলোনার তারকা মিডফিল্ডার পাঁচ মৌসুমে ১৫৫ ম্যাচ খেলার পাশাপাশি ৬ বার চোটে পড়েছেন। ১০ গোল ও ১৮ অ্যাসিস্ট আছেন তার ক্লাবটিতে।







