লা লিগার ১৮তম রাউন্ডে ভিয়ারিয়ালকে হারিয়ে টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করল বার্সেলোনা। ১০ জনের স্বাগতিক দলের বিপক্ষে ২-০তে জিতেছে কাতালুনিয়ার ক্লাবটি। গোল হজমের সম্ভাবনা তৈরি হলেও বার্সাকে প্রতিবারই বাঁচিয়েছেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক।
ভিয়ারিয়ালের মাঠে রোববার রাতে ১২ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা, সেখানে থেকে দলকে গোল করে লিড এনে দেন রাফিনহা। ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিয়ারিয়ালের রেনাতো ভেইগা। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লামিন ইয়ামাল।
গোলের জন্য বার্সার নেয়া ১৯ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে ভিয়ারিয়াকের ১৪ শটের মধ্যেও লক্ষ্যে ছিল ৫টি। দুর্দান্ত সেই শট গুলো থেকেই বার্সাকে বাঁচান গোলরক্ষক গার্সিয়া।
গার্সিয়া প্রসঙ্গে জার্মান কোচ ফ্লিক বলেছেন, ‘সে অনেকবার আমাদের বাঁচিয়েছেন। খুব খুশি যে সে আবারও ক্লিন শিট রাখতে পেরেছেন। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমরা একটি দল। জোয়ান আমার দলে আছেন বলে আমি বেশ খুশি। আমরা সবাই বলসহ এবং বল ছাড়াই দলকে রক্ষা করি। কিন্তু এই ম্যাচে দল কিছুটা ক্লান্ত ছিল, কিছু পাসও মিস হয়েছে।’
ডিসেম্বরে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে ছয়টির মধ্যে সবগুলোই জিতেছে। ফ্লিক শীতকালীন ছুটির আগে ভালো খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এ বছর আমরা অনেক কিছু কাটিয়ে উঠেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দল কীভাবে প্রশিক্ষণ নেয়। সবাই শতভাগ দিচ্ছেন। প্রশিক্ষণে আপনি দেখতে পাবেন আমরা কেমন করছি। এখন আমাদের বিশ্রাম নিতে হবে এবং পরিবার সাথে বড় দিন কাটাতে হবে। মূল বিষয় রক্ষণভাগ, এটা নিয়ে কাজ করেছি এবং আরও ভালো করতে কাজ করে যাচ্ছি।’
১৮ ম্যাচে ১৫ জয়, এক ড্র ও দুই হারে ৪৬ পয়ন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। আর ৩৫ পয়েন্ট নিয়ে চারে আছে ভিয়ারিয়াল।








