পিএসজি ছেড়ে স্পেনিয়ার্ড তারকা সার্জিও রামোস ফিরেছেন লা লিগায়, খেলছেন শৈশবের ক্লব সেভিয়াতে। লিগ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে নিজের দলকেই ডুবিয়েছেন ৩৭ বর্ষী রামোস। নিজেদের জালে বল জড়িয়ে ম্যাচের প্রেক্ষাপট বদলে দিয়েছেন তারকা ডিফেন্ডার।
অলিম্পিক স্টেডিয়ামে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও বার্সেলোনা। ১-০ গোলের জয় পায় বার্সা। ম্যাচের আগে রামোস বলেছিলেন, বার্সার বিপক্ষে গোল করতে চান। গোল করেছেনও, কিন্তু সেটি নিজেদের জালেই।
এমন ম্যাচে অবশ্য খেলার চেয়ে মাঠের বাইরের উত্তাপই ছিল বেশি। বিবৃতিতে সেভিয়া জানিয়েছিল, বার্সার বিপক্ষে ম্যাচে তাদের পরিচালকরা স্টেডিয়ামের ডিরেক্টর্স বক্সে বসবেন না। ‘রেফারিকে বার্সা ঘুষ দিয়েছে’ এমন অভিযোগেই এ সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
বিষয়টি অবশ্য বার্সাও ভালোভাবে নেয়নি। তারাও পাল্টা ঘোষণায় সেভিয়ার সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেয়। এসব কারণে ম্যাচের বাইরের উত্তাপই ছিল বেশি।
জয়ে এক ম্যাচ বেশি খেলে জিরোনাকে টপকে এখন লা লিগায় টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৮ ম্যাচে ২০ পয়েন্ট জাভি হার্নান্দেজের দলের। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিরোনা। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।








