টসে হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উড়ন্ত দারুণ এনেছে বাংলাদেশ। তামিম-লিটনের জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটছে সফরকারীরা। ফিফটি তুলে ৮০ বলে ৫২ রানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক তামিম। ৫৮ বলে ৩৭ রানে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৯ রান।
শুক্রবার বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। হজ পালনের ছুটি শেষে ফিরেছেন মুশফিকুর রহিম। দীর্ঘদিন পর ওয়ানডেতে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।
ঘরোয়া ক্রিকেটে ওয়ানডেতে রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট ও টি-টুয়েন্টি দলে জায়গা হলেও ওয়ানডেতেই খেলা হচ্ছিল না বিজয়ের। অবশেষে কপাল খুলেছে তার। প্রায় তিন বছর পর সুযোগ পেয়েছেন। সবশেষ ২০১৯ সালের ৩১ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন ২৯ বর্ষী ব্যাটার। নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলছেন তিনি।
ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, জয়-পরাজয় ও শক্তিমত্তার বিচারে এগিয়ে সফরকারী বাংলাদেশই। মুখোমুখি শেষ ১৯ বারের দেখায় একবারও জিততে পারেনি জিম্বাবুয়ে। এ পর্যন্ত ৭৮ মুখোমুখিতে বাংলাদেশের জয় ৫০টিতে, বিপরীতে ২৮ ম্যাচে জিতেছে স্বাগতিকরা।







