ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এখন টি-টুয়েন্টি। ছোট সংস্করণে তিন ম্যাচের সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ, সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ দল।
আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে প্রথম টি-টুয়েন্টি। একই ভেন্যুতে ২৯ তারিখ দ্বিতীয় এবং ৩১ অক্টোবর তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ সামনে রেখে শুক্রবার চট্টগ্রামে পৌঁছেছে দুদল।
টি-টুয়েন্টি সিরিজ খেলতে অবশ্য বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক লিটন দাসসহ আরও কয়েকজন। ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পৌঁছান শুক্রবার বিকেলে।
সাইড স্ট্রেইন চোটে সবশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন। এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজের দল আগেই ঘোষণা করলেও স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিনার খ্যারি পিয়েরেকে দলে অন্তর্ভুক্ত করেছে সফরকারী দল।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গো, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জাডেন সিলেস, রোমারিও শেফার্ড, র্যামন সাইমন্ডস ও খ্যারি পিয়েরে।








