এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় ও শেষটিতে নেমে প্রথমদিন পার করেছে বাংলাদেশ। শুরুতে কেমার রোচের জোড়া আঘাত সামলে দিনের বাকিটা কাটিয়ে দিয়েছে টিম টাইগার্স। ২ উইকেট হারানো বাংলাদেশ খেলেছে ৩০ ওভার, করেছে ৬৯ রান। ৫০ রানে অপরাজিত সাদমান ইসলাম ও ১২ রানে শাহাদাত হোসেন দীপু দ্বিতীয় দিন সকালে ব্যাটে নামবেন।
জ্যামাইকার স্যাবিনা পার্কে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জেতেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রাত সাড়ে ৮টায় টসের কথা থাকলেও কিংস্টনের মাঠ অপ্রস্তুত থাকায় টসে দেরি হয়। ততক্ষণে ভেস্তে যায় দিনের এক সেশন, প্রায় সাড়ে চার ঘণ্টা পর হয় টস। দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার জাকির হাসানের পরিবর্তনে একাদশে আসেন সাদমান ইসলাম। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নাহিদ রানাকে সুযোগ দেয়া হয়েছে।
পরে দিনের প্রায় দুই সেশন ভেস্তে গেলে মাঠে নেমে রোচের বলে খোঁচা দিয়ে আউট হন মাহমুদুল হাসান জয়। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে হারের পর ওপেনিংয়ে পরিবর্তন আনলেও কাজে লাগেনি। পুরনো অভ্যাসে পঞ্চম ওভারের শেষ বলে রোচের বলে খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন জয়। প্রথম পাঁচ ওভারে কোনো বাউন্ডারি হাঁকানোর আগে প্রথম উইকেটের পতন হয়। ডানহাতি ব্যাটার করেন মাত্র ৩ রান।
তিনে নেমে ছন্দে থাকা বাঁহাতি মুমিনুল হক ডাক হাঁকান। পঞ্চম ওভারে ওপেনার জয়কে আউটের পর সপ্তম ওভারে মুমিনুলকেও ফেরান রোচ। তিনিও জয়ের মতো খোঁচা দিয়ে উইকেটকিপার জসুয়া ডি সিলভার গ্লাভসে ধরা পড়েন। ৬ বলে খেলে নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি। অপ্রত্যাশিত এক রেকর্ডে নাম লেখান তারকা ব্যাটার।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরে সর্বাধিক ডাকের রেকর্ড গড়েছেন মুমিনুল। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক ডাকের রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে। আশরাফুল ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। সেই রেকর্ড দখলে নিয়েছেন বাঁহাতি মুমিনুল। রোচের বলে শূন্য রানে আউট হয়ে রেকর্ড ছাড়িয়ে সর্বাধিক ১৭ বার শূন্যতে আউটে তিনি। ইনিংসে ৫০ বল পর প্রথম বাউন্ডারি আসে।
তৃতীয় উইকেট জুটিতে সাদমান ও দীপু গড়েছেন ৫৯ রানের জুটি। তাদের মাটি কামড়ানো ইনিংসে প্রথমদিনে হওয়া খেলা ৩০ ওভার পার করে বাংলাদেশ। অবশ্য দুই ব্যাটারকে তিনবার জীবন দিয়েছেন উইন্ডিজ ফিল্ডাররা।
সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।








