এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সবশেষ এশিয়া কাপে চোটে পড়েছিলেন লিটন দাস। এরপর থেকেই মাঠের বাইরে টাইগার অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ দিয়ে ফিরলেন লিটন।
আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে গড়াবে টি-টুয়েন্টি সিরিজ। ২৯ ও ৩১ অক্টোবর একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আফগান সিরিজে দলে থাকলেও ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে রাখা হয়নি দলে।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।








