এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্যে নেমে ৭৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পরাজয়ের কারণ হিসেবে মিরপুরের উইকেটকে দুষলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তার মতে, ঘুম থেকে উঠেও এমন উইকেটে খেলতে চাইবে না কেউ।
টসে হেরে আগে ব্যাটে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রান করে বাংলাদেম। জবাবে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় উইন্ডিজ ইনিংস। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসেন হোপ। সেখানে উইকেট নিয়ে এমন মন্তব্য করেন ক্যারিবীয় অধিনায়ক।
বলেছেন, ‘আমি শুধু বলব এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল। এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না। আমি শুধু এটুকুই বলতে পারি, তবে হ্যাঁ, তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে।’
হোপ মনে করেন ব্যাটিং ও বোলিং প্রতিটি বিভাগেই বাংলাদেশ ভালো খেলেছে। বলেছেন, ‘এটি এমনই একটি দিন ছিল যেখানে তাদের স্পিনাররা, আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে, এবং তাদের ব্যাটাররাও আমাদের চেয়ে ভালো খেলেছে।’
দ্বিতীয় ম্যাচে ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা শোনালেন হোপ। বলেছেন, ‘পরের ম্যাচে যখন খেলা শুরু হবে, তখনও আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এবং মানিয়ে নিতে হবে। কিন্তু যদি আমরা একই রকম কিছু পাই, তাহলে এই প্রথম ম্যাচে থেকে আমাদের একটা ধারণা থাকবে। তাই এটা আমাদের মনে কিছুটা ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা সত্যিই খুব বেশি দূরের কথা ভাবছি না। আমাদের সামনে যা আছে তা খেলতে হবে এবং উইকেটের উপর খুব বেশি মনোযোগ দেওয়া যাবে না।’








