ওয়ানডে সিরিজ জয়ের পর বড় জয়ে টি-টুয়েন্টিতে ভালো শুরু করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগোচ্ছে রাবেয়া খাতুন বাহিনী। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০তে জিতেছিল বাংলাদেশ।
শ্রীলঙ্কার পি সারা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে স্বাগতিকদের ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান তোলে লঙ্কান দল। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার কৌশিনি নুথ্যাঙ্গা। অপর ওপেনার নেথমি পূরানের থেকে আসে ২৭ রান।
বাংলাদেশের ফাহিমা খাতুন ৩ ওভারে ১২ রানে নেন ৩ উইকেট। রিতু মনি, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন এবং জাহানারা আলম নেন একটি করে উইকেট।
জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগ্রেস। ওপেনার শামিমা খাতুন সর্বোচ্চ ৪৮ রান করেন। সোবহানা মোস্তারির থেকে ২৮ ও ওপেনার সাথী রানীর থেকে আসে ২০ রান। লঙ্কান মালসা সেহানি নেন ২টি উইকেট। বাকি উইকেটটি নেন ঠাকুরা শেহানি।
সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর।







