সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য এখন সিরিজ বাঁচানো। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে টিম টাইগার্স। একইসঙ্গে পৌঁছেছে প্রোটিয়া দলও।
শনিবার বিকেলে চট্টগ্রামে পৌঁছায় দুদল। আগামী ২৯ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ টেস্ট।
বৃহস্পতিবার রাতে দ্বিতীয় টেস্টের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ।
প্রথম টেস্টের একাদশে অবশ্য ছিলেন না তাসকিন। মিরপুরে বাংলাদেশ একজন পেসার নিয়ে খেলেছে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ স্পিনার ছিলেন তিনজন। বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় হার দেখেছে টিম টাইগার্স।
বাংলাদেশের দ্বিতীয় টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।








