এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে সবশেষ সিরিজে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছিল দলটি। পাকিস্তান লিটনদের হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশ সফরে চ্যালেঞ্জ দেখছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। তার আগেরদিন সূচি অনুযায়ী পাকিস্তানের অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করা হয়। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক। সেখানে জানান চ্যালেঞ্জের কথা।
বলেছেন, ‘আমাদের জন্য এটা একেবারেই আলাদা একটা কন্ডিশন। স্পষ্টতই, যেকোনো স্টেডিয়ামে, যেকোনো মাঠে যেকোনো দেশে বাংলাদেশ ভালো দল। আর যখন ঘরের মাঠের কথা আসে, তখন তারা খুবই ভালো দল। আমরা জানি আমাদের সামনে কী কী চ্যালেঞ্জ আসতে চলেছে। আমরা সেই পথেই এগোচ্ছি, এখানে খেলতে আসতে আমরা খুবই রোমাঞ্চিত।’
সিরিজে নিজেদের পরিকল্পনা নিয়ে সালমান বলেছেন, ‘আমাদের খেলার ধরণ পরিবর্তন করেছি, আমরা এভাবেই খেলতে চাই। কিন্তু পরিস্থিতি মূল্যায়ন করাই সবসময় মূ্খ্য। আমরা দেখব কন্ডিশন কী এবং কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন আমাদের সেভাবে খেলতে দেয়, তাহলে আমরা খেলব। যদি কন্ডিশন আমাদের সেভাবে খেলতে না দেয়, তাহলে যা প্রয়োজন তা করার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হল ১০-১৫ রানরেট বজায় রেখে স্কোর যত বড় করা যায়। আমরা যদি তা করতে পারি তাহলে বোলিংয়ে নিশ্চিত করবো কিভাবে তাদেরকে চেপে রাখা যায়।’
বাংলাদেশের কন্ডিশন মানিয়ে নিতে করাচিতে ক্যাম্প করেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আপনি যেখানেই যান না কেন, কন্ডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কন্ডিশনের বিষয়টা ভাবেতে হবে যাতে খেলোয়াড়রা সাবলীলভাবে অংশ নিতে পারে। সুতারং, আপনি যেখানেই যান, আমি মনে করি শুধুমাত্র এখানে নয়, বিশ্বের জায়গায় কন্ডিশন সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
‘করাচিতে আমাদের একটি ক্যাম্প ছিল। আমরা একই ধরণের পিচ প্রস্তুত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং এই ধরণের পিচ আমরা এখানে পেতে চাই। এখানে চাপ আছে, তবে আমরা খেলতে প্রস্তুত।’
বাংলাদেশ সফরে চ্যালেঞ্জ দেখলেও বাড়তি কোনো চাপ দেখছেন না সালমান। পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘কোনও অতিরিক্ত চাপ নেই। যেমনটা আমি বলেছি, এই জিনিসগুলোর উপর ফোকাস করি না যেমনটা আমরা গত ৯ বছর ধরে জিতেছি। শুধু ভালো ক্রিকেট খেলার উপর ফোকাস করি, যে ক্রিকেটটা খেলতে চাই। আর এই সিরিজে, আমরা একই জিনিসের উপর ফোকাস করব। আমরা শুধু প্রতিটি খেলায় ভালো ক্রিকেট খেলতে চাই, আর প্রতিটি ম্যাচে বড় সংগ্রহ গড়তে চাই। আর এটাই আমাদের ফোকাস থাকবে। হ্যাঁ, যদি আমরা এই ব্যবধানে জিতি, তাহলে আমরা ৩-০ ব্যবধানে জিততে পারব, আমরা আরও খুশি হব।’








