২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পুরো সময়টাতেই বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন নাজমুল হাসান পাপন। টিম হোটেলে না উঠলেও ম্যাচের আগে লন্ডন থেকে দলের সঙ্গে সভায় হাজির হতেন তিনি। তারপর আর বড় কোনো আসরে দীর্ঘসময় বিসিবি সভাপতিকে পায়নি বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপজুড়ে সাকিব-মুশফিকদের সঙ্গে থাকবেন তিনি।
সোমবার বিকেলের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। রওনা হওয়ার ৩০ ঘণ্টা আগে সিদ্ধান্ত হয় এশিয়া কাপে থাকছেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো। তাকে ওয়ানডে ও টেস্ট দল সামলানোর দায়িত্ব দিয়েছে বিসিবি।
রোববার দুপুরে মিরপুরে নাজমুল হাসান পাপনের এ ঘোষণার পরই প্রশ্ন ওঠে এশিয়া কাপে অন্যান্য কোচরা কার নেতৃত্বে কাজ করবে। তাৎক্ষনিকভাবে তিনি বলেন, ‘আমাদের টিম ডিরেক্টর (খালেদ মাহমুদ সুজন) থাকবে, জালাল ইউনুস ভাই (পরিচালনা বিভাগের প্রধান) থাকবে, আমি থাকছি।’
পরে অবশ্য জানান টি-টুয়েন্টি দলের নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম থাকবেন মূল পরিকল্পনায়, টি-টুয়েন্টিতে হেড কোচ বলে এখন পর্যন্ত কেউ নাই। এখানে আমাদের ব্যাটিং কোচ আছে, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ফিল্ডিং কোচ, আমাদের অধিনায়ক আছে)। টি-টুয়েন্টির জন্য আমরা একজন টেকনিক্যাল কনসালটেন্ট নিয়েছি। সে গেইম প্ল্যানটা দেবে। এখন যদি সেই গেইম প্ল্যান দেয় তাহলে হেড কোচ কি করবে আর?’








