এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটে দাপট দেখিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরির দিনে বোলিংয়েও দুর্দান্ত করছে টিম টাইগার্স। পৌনে পাঁচশ রানের সংগ্রহ গড়ে শেষবিকেলে আইরিশদের ৫ উইকেট তুলে নিয়েছে শতরানের আগেই।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটে নামে টিম টাইগার্স। প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে থামে নাজমুল হোসেন শান্তর দল। জবাবে ৩৮ ওভার ব্যাট করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী দল। ৩৭৮ রানে পিছিয়ে থেকে লোরকান টাকার ১১ রানে এবং স্টেফেন দোহেনি ২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে চা বিরতির আগে থামে বাংলাদেশের ইনিংস। ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রানে প্রথমদিন শেষ করা স্বাগতিকরা দ্বিতীয় দিনে ব্যাট করে আরও ৫১.১ ওভার। যোগ করে ১৮৪ রান।
বড় সংগ্রহ সামনে রেখে ব্যাটে নেমে ৪১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। পল স্টার্লিং ফেরেন ২৭ রান করে। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। অ্যান্ডি ব্যালবির্নে আউট হন ২১ রানে। ৭৯ রানে তৃতীয় উইকেট তুলে নেয় টিম টাইগার্স। ৫১ বলে ১৭ রান করা কেড কারমাইকেলকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
৮৪ রানে কার্টিস ক্যাম্ফেরকে ফেরান হাসান মুরাদ। খালি হাতেই ফেরেন তিনি। ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১৪ রান করা হ্যারি টেক্টরকে ফেরান তাইজুল। পরে লোরকান টাকার ও স্টেফেন দোহেনি দিনের খেলার শেষ করেন।
টাইগারদের মধ্যে হাসান মুরাদ ২ উইকেট নেন। খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।
এর আগে সকালে সেঞ্চুরি তোলেন মুশফিকুর রহিম, পরে লিটন দাস। শততম টেস্টে নেমে সেঞ্চুরি করে অনন্য কীর্তিতে নাম লেখান মুশফিক। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে মাইলফলকে নাম লেখান। সঙ্গে বাংলাদেশ জার্সিতে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে মুমিনুল হকের সঙ্গে ভাগ বসান। দুজনেই ১৩টি করে শতকের দেখা পেয়েছেন। ৫ চারে ২১৪ বলে ১০৬ রান করে ফেরেন মুশফিক।
ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। ৮ চার ও ৪ ছক্কায় ১৯২ বলে ১২৮ রান করে ফিরেছেন। প্রথম ইনিংসে ফিফটি পেয়েছেন মুমিনুল হক। ১২৮ বলে ৬৩ রান করেছেন। মেহেদী হাসান মিরাজ ৪৭, সাদমান ইসলাম ৩৫ এবং মাহমুদুল হাসান জয় ৩৪ রান করেছেন।
আইরিশ স্পিনার আন্ডি ম্যাকব্রিনে ৬ উইকেট নেন। ম্যাথিউ হামফ্রেয়াস ও গ্যাভিন হোয়ে নেন দুটি করে উইকেট।








