এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিফা টায়ার-১ এ দুটি ফ্রেন্ডলি ম্যাচের প্রথমটিতে প্রথমার্ধে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। মালদ্বীপকে চেপে ধরা লাল-সবুজের প্রতিনিধিদের কাছেও এসেছিল বেশ কিছু সুযোগ। কাজে লাগাতে পারেনি তপু-হৃদয়-ফয়সালরা। বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে গেছে।
১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রী কিক পায় মালদ্বীপ, সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সফরকারীরা। এর পরের মিনিটে সমতায় আসার সুযোগ পায় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, তবে মালদ্বীপের গোলকিপারের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় তারা।
২৯ মিনিটে নিশ্চিত সমতার সুযোগ হারায় লাল-সুবজ দল। লেফট উইংয়ের রহমত দুর্দান্ত ক্রস দেন, ফাহিমের চোখ ভেসে থাকার মত শট সামান্য বাইরে দিয়ে চলে যায়।
পরের মিনিটে বল আসে বাংলাদেশ অংশে, গোলকিপার মিতুল মারমার ভুলে আরেকটি গোল হজম করতে যচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ। এ সময় বিভিন্ন অংশ থেকে গোলকিপার আনিসুর রহমান জিকোর নামে স্লোগান উঠায় সমর্থকেরা। এরপর ডি বক্সের বাইরে থেকে আরও একটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
বিরতির ঠিক আগের মিনিটে কর্নার থেকে পাওয়া বলে সোহেল রানার দূরপাল্লার শট মালদ্বীপের বারে লেগে গোলবঞ্চিত হয় তপু বর্মণরা।







