এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে পৌনে পাঁচশোর ইনিংস গড়েছিল বাংলাদেশ। পরে ব্যাটে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণির মুখে ফলোঅন এড়ানোর আগেই প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় সফরকারীরা। আইরিশদের অবশ্য ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দলই। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের শতাধিক রানের উদ্বোধনী জুটিতে বড় লিডের পথেও ছুটছে টিম টাইগার্স।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে থামে। জবাবে শুক্রবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে থামে আইরিশরা, ৮৮.৩ ওভারে ২৬৫ রানে আটকে যায় তাদের প্রথম ইনিংস। ২১১ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৭ ওভারে ১ উইকেটে ১৫৬ তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৩৬৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করবেন সাদমান ইসলাম (৬৯*) ও মুমিনুল হক (১৯*)।
দ্বিতীয় ইনিংসে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনীতে ১১৯ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ফিফটি করেন দুই ওপেনারই। ৩১.১ ওভারে পঞ্চম টেস্ট ফিফটি করে মাহমুদুল আউট হলে জুটি ভাঙে। ৬ চারে ৯১ বলে ৬০ রান করে যান।
পরে মুমিনুলকে নিয়ে দিন শেষ করেন সাদমান। ১১০ বলে ৬৯ রানে অপরাজিত আছেন। ক্যারিয়ারের অষ্টম ফিফটি করে ছুটছেন তৃতীয় সেঞ্চুরির পথে। ২১ বলে ১৯ রানে অপরাজিত আছেন মুমিনুল।
আইরিশদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন গ্যাভিন হোয়ে।
এর আগে মিরপুর টেস্টে ৩৮ ওভারে ৫ উইকেটে ৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। লোরকান টাকার ও স্টেফেন দোহেনি তৃতীয় দিনের খেলা শুরু করেন। ৩৭৮ রানে পিছিয়ে থেকে নেমে এদিন কিছুটা প্রতিরোধ গড়েছে দলটি। দিনের প্রথম উইকেট আসে ২০.১ ওভারে। ৫৮.১ ওভারে দলীয় ১৭৫ রানে স্টেফেন দোহেনি ফেরেন ৭৭ বলে ৪৬ রানে। ২৪৯ রানে সপ্তম উইকেট হারায় অতিথিরা। জর্ডান নেইল ফেরেন ৪৯ রানে। লোরকান টাকার একপ্রান্ত আগলে রাখলেও ২৬৫ রানে থামে আইরিশ ইনিংস। ১৭১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার।
প্রথম ইনিংস থেকে তাইজুল ইসলাম ৪ উইকেট নেন। তাতে সাকিব আল হাসানের একটি রেকর্ডে ভাগ বসান। টেস্টে এতদিন বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার ছিলেন সাকিব। তাইজুল স্পর্শ করেছেন রেকর্ডটি। দুজনের উইকেট সংখ্যাই এখন ২৪৬। দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিতে পারলে শীর্ষে চলে যাবেন তাইজুল।
খালেদ আহমেদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন নিয়েছেন একটি করে উইকেট।
বুধবার প্রথমদিনে ব্যাটে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন পর্যন্ত ব্যাট করে। সেঞ্চুরি করেন শততম টেস্টে নামা মুশফিকুর রহিম ও লিটন দাস। ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রানে প্রথমদিন শেষ করা স্বাগতিকরা দ্বিতীয় দিনে ব্যাট করে আরও ৫১.১ ওভার। যোগ করে ১৮৪ রান।
শততম টেস্টে নেমে সেঞ্চুরির অনন্য কীর্তিতে নাম লেখান মুশফিক। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে মাইলফলকে নাম লেখান। সঙ্গে বাংলাদেশ জার্সিতে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে মুমিনুল হকের সঙ্গে ভাগ বসান। দুজনেই ১৩টি করে শতকের দেখা পেয়েছেন। ৫ চারে ২১৪ বলে ১০৬ রান করে ফেরেন মুশফিক।
ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। ৮ চার ও ৪ ছক্কায় ১৯২ বলে ১২৮ রান করে ফিরেছেন। প্রথম ইনিংসে ফিফটি পেয়েছেন মুমিনুল হক। ১২৮ বলে ৬৩ রান করেছেন। মেহেদী হাসান মিরাজ ৪৭, সাদমান ইসলাম ৩৫ এবং মাহমুদুল হাসান জয় ৩৪ রান করেছেন।
প্রথম ইনিংসে আইরিশ স্পিনার আন্ডি ম্যাকব্রিনে ৬ উইকেট নেন। ম্যাথিউ হামফ্রেয়াস ও গ্যাভিন হোয়ে নেন দুটি করে উইকেট।








