কোনো কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বক্তব্যে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ। এটিকে আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাওলানা ইউসুফ আশরাফ জানান, আসন্ন নির্বাচন কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়—সে বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, গত তিনটি নির্বাচনে এ দেশের মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে সব রাজনৈতিক দল যেন সমান অধিকার ভোগ করতে পারে, সেটিই আমাদের প্রধান দাবি।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো ধরনের কারচুপি বা কেন্দ্র দখল রোধের বিষয়েও নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট আসন ও প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়েও অভিযোগ উত্থাপন করা হয়।
মাওলানা ইউসুফ আশরাফ বলেন, নেত্রকোনা-১ আসনের কলমাকান্দা উপজেলার ইউএনও নিরপেক্ষভাবে কাজ করছিলেন। কিন্তু তাকে জোরপূর্বক বদলি করা হয়েছে। আমরা তাকে পুনর্বহালের অনুরোধ জানিয়েছি। তিনি আরও অভিযোগ করেন, দুর্গাপুর উপজেলার ইউএনও কোনো অভিযোগ সঠিকভাবে তদন্ত না করে একটি পক্ষের হয়ে কাজ করছেন।
ফরিদপুর-৩ আসনে বিএনপির লোকজন তাদের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন খেলাফত মজলিশের এই নেতা। তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ জোরদার করতে ভোটের দিন ড্রোন ব্যবহারের সংখ্যা বাড়ানোর দাবিও জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।








