কাবাডির সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর ভারতীয় প্রো কাবাডি লিগ। ১২তম আসর বসতে চলেছে আগস্টে। আসরের নিলামের জন্য বাংলাদেশ কাবাডি দল থেকে ১০ জন খেলোয়াড়ের নাম চেয়েছে ভারতীয় লিগ কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে প্রো কাবাডির নিলামে এতো সংখ্যক খেলোয়াড় আগে চাওয়া হয়নি।
আগামী ৩১মে ও ১ জুন হবে লিগের নিলাম। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পাঠানো ১০ তারকা খেলোয়াড় হলেন- মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান।
প্রো কাবাডির নিলামের জন্য ইরানের পর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চেয়েছে ভারত। আগে নেপাল কাবাডি লিগে বাংলাদেশ দলের ৬ জন খেলে এসেছেন। এরপর নেপাল দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। তারা প্রো কাবাডি লিগের নিলামের জন্য ১০ জন খেলোয়াড় বাছাই করে নাম পাঠিয়েছেন। নিলামে ৩ জন খেলোয়াড় প্রাধান্য পাবেন, যারা সাম্প্রতিক আসরগুলোতে খেলেছে। তারা হচ্ছেন মিজান, লিটন, আরিফ রব্বানী।








