এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। সিরিজে আইরিশদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ড সিরিজের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ গড়াবে। ১৯ নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ এটি। লাল বলের ক্রিকেটে দুদল এর আগে একবার মুখোমুখি হয়েছিল ২০২৩ সালে। মিরপুরে সেই ম্যাচে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর টি-টুয়েন্টি খেলতে দুদল চট্টগ্রাম যাবে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭ নভেম্বর সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে দুদল। এরপর ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর খেলবে সিরিজের বাকি দুটি ম্যাচ।
একনজরে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি
টেস্ট সিরিজ:
১১ নভেম্বর- প্রথম টেস্ট (সিলেট)
১৯ নভেম্বর- দ্বিতীয় টেস্ট (মিরপুর)
টি-টুয়েন্টি সিরিজ:
২৭ নভেম্বর- প্রথম টি-টুয়েন্টি (চট্টগ্রাম)
২৯ নভেম্বর- দ্বিতীয় টি-টুয়েন্টি (চট্টগ্রাম)
২ ডিসেম্বর- তৃতীয় টি-টুয়েন্টি (চট্টগ্রাম)








