এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলকের সামনে মুশফিকুর রহিম। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার। নিয়মানুবর্তিতা ও পরিশ্রম ছিল প্রশংসনীয়। খুব বেশি কাছে থেকে দেখার সুযোগ না হলেও টাইগার তারকার পেশাদারিত্বে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ হেনরিখ মালান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচটি দিয়ে মাইলফলকে নাম লেখাবেন মুশফিক। চলতি সিরিজে টাইগার ব্যাটারকে কাছ থেকে দেখছেন মালান। মুগ্ধ তিনি।
সোমবার মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রস্তুতি শেষে সংবাদ সম্মেলনে আসেন মালান। মুশফিককে নিয়ে মুগ্ধতার কথা জানান আইরিশ কোচ। তার কাছে প্রশ্ন যায়, মুশফিকের কোন দিকটি অনুসরণ করতে চান। জানান, ‘তার পেশাদারিত্ব।’
‘আমি ভোরে ঘুম থেকে উঠি, প্রতিদিন সকালে হোটেলে তাকে ((মুশফিক) সকাল সোয়া ছয়টায় দেখি, তার নাশতা করতে, তারপর তিনি সবার আগে বাসে ওঠেন, মাঠে পৌঁছান, অন্য খেলোয়াড়রা পৌঁছানোর আগেই তিনি ওয়ার্ম-আপ, স্ট্রেচিং, বল আঘাত করা শুরু করে দেন।’
‘মনে করি যদি ধারাবাহিকভাবে পর্দার আড়ালে এতকিছু করবেন, তাহলে যখন আলো আসে, তখন পারফর্ম করার জন্য আপনার যথেষ্ট সঞ্চয় থাকে। যা তিনি সময়ের সাথে দেখিয়েছেন।’
২০১৮ সালে টেস্ট শুরু করা আয়ারল্যান্ড এপর্যন্ত ১১ ম্যাচ খেলেছে। মুশফিক সেখানে শততম টেস্ট খেলতে চলেছেন। বিষয়টিকে বড় অর্জন হিসেবে দেখছেন মালান।
‘দেশের হয়ে ১০০টি টেস্ট খেলা একটি বিশাল অর্জন। আমরা মাত্র ১০টি (মূলত ১১) খেলেছি। বিষয়টি আপনাকে ধারণা দেবে কতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, কতটা কঠোর পরিশ্রম করেছেন।’
শততম টেস্ট অবশ্য মুশফিককে রাঙাতে দিতে চান না মালান। বলেছেন, ‘আশা করি আগামী ৫ দিন তার জন্য খুব একটা ভালো যাবে না। তবে ১০০টি টেস্ট খেলার জন্য অভিনন্দন।’








