এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দুই দশকের লম্বা ক্যারিয়ারে শততম টেস্ট খেলতে নেমে আলো ছড়াচ্ছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির খুব কাছে তিনি। মুশির শতকের ১ রানের অপেক্ষা নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফিফটি করেছেন মুমিনুল হক, পথে আছেন লিটন দাস। সবমিলিয়ে ঝলমলে একদিন কাটাল নাজমুল হোসেন শান্ত দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৯০ ওভার ৪ উইকেটে ২৯২ রানে প্রথমদিন শেষ করেছে টিম টাইগার্স। মুশফিকুর রহিম ৯৯ রানে এবং লিটন দাস ৪৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
ম্যাচের আগে মুশফিকের জন্য বিশেষ আয়োজন রেখেছিল বিসিবি। শততম টেস্ট উদযাপনে সতীর্থদের নিয়ে মাঠে আসেন তারকা ব্যাটার। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে মুশফিককে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরাও।
শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ উপহার দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। অভিষেক টেস্টেও মুশিকে ক্যাপ পরিয়েছিলেন তিনি। সাবেক অধিনায়ক আকরাম খানও দেন বিশেষ উপহার। ক্যাপের একটি স্মারক তুলে দেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম তুলে দেন বিশেষ ক্রেস্ট। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের অটোগ্রাফসহ জার্সি উপহার দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ১৩.৪ ওভারে সাদমানের আউটে জুটি ভাঙে। ৬ চারে ৪৪ বলে ৩৫ রান করে যান। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। ২ চারে ৮৬ বলে ৩৪ রানে ফেরেন জয়।
নামের সাথে সুবিচার করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক আউট হন ৮ রানে। চতুর্থ উইকেটে মুমিনুল হক ও মুশফিক যোগ করেন ১০৭ রান। দলীয় ২০২ রানে মুমিনুল ফিরলে জুটি ভাঙে। এক চারে ১২৮ বলে ৬৩ রান করে যান। তার ২৪তম ফিফটি।
এরপর লিটন দাসকে নিয়ে দিন শেষ করেন মুশফিক। ৫ চারে ১৮৭ বলে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি, সঙ্গী লিটন ২ চারে ৮৬ বলে ৪৭ রানে অপরাজিত।
আইরিশদের হয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিনে।








