একসাথে বাংলাদেশের দুই দল আজ রাতে নামছে দুই দেশের বিপক্ষে। প্রথম খেলা সন্ধ্যা সাড়ে সাতটায়, হায়দরাবাদে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল নামছে ভারতের বিপক্ষে। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের আজ শেষ ম্যাচ। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে রাত আটটায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টিম টাইগ্রেস।
সংযুক্ত আরব আমিরাতে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল খেলবে মেয়েদের বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচ। গ্রুপপর্বে আসরের প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করা লাল-সবুজের প্রতিনিধিরা শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, পরের দুই ম্যাচে হেরে আসর থেকে বিদায়ের দ্বারপ্রান্তে।
ভারতের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দলও। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টিতেও ইতিমধ্যে সিরিজ হেরে বসে আছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেননি বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়, এসেছিলেন ফিল্ডিং কোচ নিক পোথাস।
সংবাদ সম্মেলনে এসে পোথাস বাংলাদেশের উন্নতির কথা বলেছেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের বদলি খেলোয়াড় হিসেবে কে আসতে পারে তার কথা বলেছেন। তবে তাদের বিদায়ে কোনো ধরণের আয়োজন করা হবে কি না সে প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি।
শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি গড়াবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু।
বিশ্বকাপে মেয়েদের বিবর্ণ ব্যাটিং নিয়ে অবশ্য উদ্বিগ্ন প্রধান কোচ হাসান তিলকারত্নে জানিয়েছিলেন, ‘সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের সাথে খেলতে হবে। কারণ আমরা তাদের একবার হারিয়েছিলাম। আমাদের সবার একসাথে খেলতে হবে এবং নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।’
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। খেলা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।







