এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সবশেষ ২২ বছর আগে ভারতের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। সাফের ওই আসর বসেছিল ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২০০৩ সালে। এবার ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ১-০ গোলে, ঢাকার সেই জাতীয় স্টেডিয়ামে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিডফিল্ডার শেখ মোরসালিন।
২০০৩ সালে সাফের ওই ম্যাচে নির্ধারিত সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। যোগ করা সময়ের ৮ মিনিটে অর্থাৎ ৯৮ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন মতিউর রহমান মুন্না। তবে এবার বাংলাদেশ জয় পেয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচে নেমেই ফাউল করে বাংলাদেশ। সেখান থেকে ফ্রি কিক পেলেও ভারতীয় খেলোয়াড়দের অফসাইডের ফাঁদে ফেলে বাংলাদেশ। তৃতীয় মিনিটে বাংলাদেশ আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। অষ্টম মিনিটে ভারতের আক্রমণ রুখে দেন ফয়সাল আহমেদ ফাহিম।
১১ মিনিটে লম্বা পাসে বল পান ফরোয়ার্ড রাকিব হোসেন। ডি বক্সের মধ্যে দারুণভাবে বল পাঠান লাল-সবুজের নাম্বার টেন। ভালো সুযোগ পেয়ে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মিডফিল্ডার শেখ মোরসালিন।
২৬ মিনিটে জায়ান আহমেদ ভালো ক্রস দিলেও অফসাইডের ফাঁদে পড়েন মোরসালিন। ২৭ মিনিটে চোটে মাঠ ছাড়েন তারিক কাজী, নামেন শাকিল আহাদ তপু। ৩০ মিনিটে গোলবার ছেড়ে যান মিতুল মারমা। তার ভুল পাসে বল পেয়ে যান ভারতের লালিয়ানজুলা চাংতে। ফাঁকা পোস্ট লক্ষ্য করে শট করেন। হেডে বল ক্লিয়ার করে বাংলাদেশকে গোল হজম থেকে বাঁচান হামজা। পরে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নেমেই কর্নার আদায় করে নেন রাকিব হোসেন। অবশ্য দুই মিনিট পর হ্যান্ডবল করে হলুদ কার্ড দেখেন এ স্ট্রাইকার। ওই ফ্রি কিক থেকে হেড দেন সুরেশ সিং, বারের সামান্য বাইরে দিয়ে চলে যায় বল। ৫৮ মিনিটের সময় ভারতের আরও একটি আক্রমণ প্রতিহত করেন মিতুল।
৬৬ মিনিটের সময় ভালো আক্রমণ করেন ভারতের মোহামেদ সানান, অবশ্য বল ঠেকাতে সমস্যা হয়নি মিতুলের। ৬৯ মিনিটে মিতুল আবারও ভুল করেন গোলবারের সামনে। অবশ্য কর্নারের বিনিময়ে এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। পরে জায়ান আহমেদ ও মোরসালিনকে উঠিয়ে নেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।
৭৯ মিনিটে শাকিল আহাদ তপু একাই বলে টেনে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট করেন। ভারতের গোলরক্ষক ঠেকিয়ে দেন বল। ৮২ মিনিটে রাকিবের হেড ভারতের অধিনায়ক সন্দেশ ঝিংঘানের হাতে লাগে, বাংলাদেশের খেলোয়াড়েরা পেনাল্টির জোরালো আবেদন করলেও সেটি দেননি রেফারি।
যোগ করা সময়ের শেষ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। পরে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।








