আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে যোগ দেয়ার আগে রুদ্ধদ্বার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার রাতেও অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত-মাহমুদউল্লাহরা। এদিন বিপিএলজয়ী বরিশালের সদস্যরা অনুশীলনে যোগ দেন। দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য বুধবার উড়ার দেবে টিম টাইগার্স।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সামনে রেখে মঙ্গলবার অনুশীলনে যোগ দিয়েছেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ বিপিএলজয়ী জাতীয় দল তারকারা। অফিশিয়াল অনুশীলনের চতুর্থ দিন ছিল মঙ্গলবার, খেলোয়াড়রা করেছেন ফ্লাড লাইটের আলোতে অনুশীলন।
বিপিএলের পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু হলেও বিশ্রামে ছিলেন ফরচুন বরিশাল দলে থাকা জাতীয় দলের সদস্যরা। রুদ্ধদ্বার অনুশীলনের শুরুতে টাইগাররা ফিটনেস নিয়ে কাজ করলেও পরে ম্যাচের মতো করে ব্যাটিং-বোলিং অনুশীলন সারেন। এসময় হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনায় ব্যস্ত দেখা যায় অধিনায়ক শান্তকে।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। ১৯ ফেব্রুয়ারি আসর শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’গ্রুপে বাংলাদেশের পরের দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।








