এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আইসিসির শাস্তি পেয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। বাংলাদেশ-ভারত সিরিজের টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ বলেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি ভেন্যুটিকে একটি ডিমেরিট পয়েন্ট শাস্তিও দেয়া হয়েছে।
বৃহস্পতিবার আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। তবে ওই ম্যাচে কানপুরের পিচকে অবশ্য ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া ম্যাচটির প্রথমদিনে কেবল ৩৫ ওভার খেলা হয়। খেলা শুরুর আগে ও মধ্যাহ্ন বিরতির পর টানা বৃষ্টির কারণে ভেস্তে যায় দিনের অধিকাংশ সময়। দ্বিতীয় দিন খেলা গড়ায়নি। তৃতীয় বৃষ্টি না হলেও আউটফিল্ড ভেজা থাকায় খেলা হয়নি। বৃষ্টিতে আড়াই দিনের বেশি ভেস্তে যাওয়ার পরও ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় ভারত। সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
এছাড়া চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের পিচ ও আউটফিল্ডকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছে আইসিসি।
আইসিসির প্রক্রিয়া অনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর পিচ ও আউটফিল্ডকে বিভিন্ন রেটিং দেওয়া হয়। সাধারণত খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, বাজে ও অনুপযুক্ত এ সকল শ্রেণিতে ভাগ করা হয় পিচ ও আউটফিল্ডকে। একটি নির্দিষ্ট মানের নিচে পিচ বা আউটফিল্ড পড়লে দেয়া হয় ডিমেরিট পয়েন্ট। অসন্তোষজনক হলে দেয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট, খেলার অনুপযুক্ত হলে তিনটি। পাঁচ বছর সময়ের মধ্যে কোনো ভেন্যু পাঁচ বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়।








