এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশকে সোনালী শুরু এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। আগুনঝরা বোলিংয়ে চার ব্যাটারকে ফিরিয়ে দেন। পরে বাঁহাতি পেসারের সাথে যোগ দেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। চাপে পড়া ভারতের হাল ধরেন রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। দুজনের অবিচ্ছিন্ন দুইশ’র কাছাকাছি রানের জুটিতে প্রথমদিন শেষ করেছে ভারত।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ-ভারত। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমটিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমদিন শেষে ৮০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে ভারত। দ্বিতীয় দিনে অম্বিন ১০২ রানে এবং জাদেজা ৮৬ রানে ব্যাটে নামবেন।
টাইগারদের প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা স্লিপে শান্তকে ক্যাচ দেন। ১৯ বল খেলে ৬ রান করে সাজঘরে ফিরে যান। হাসান ঝড়ের শুরু তখন থেকেই।
অষ্টম ওভারে হাসান ফেরান আরেক তারকা ব্যাটার শুভমন গিলকে। হাসানের ফুললেন্থের বল লেগ সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিল, গিল বলে ফ্লিক করার চেষ্টা করলে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে যায়। ৮ বল খেলে কোনো রান যোগ করার আগে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।
১০তম ওভারের তৃতীয় বলে হাসান সাজঘরে ফেরান ভারতের ব্যাটিংয়ে অন্যতম স্তম্ভ বিরাট কোহলিকে। তার দুর্দান্ত বোলিংয়ে উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি হওয়ার আগে কোহলি করে যান ৬ রান। ৩৪ রান তৃতীয় উইকেট হারায় ভারত।
সকাল থেকে ভারতের ব্যাটিংয়ের একপাশ আগলে রেখেছিলেন বাঁহাতি ওপেনার যশ্বী জয়সওয়াল। চতুর্থ উইকেটে রিশভ পান্টকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন। বিপজ্জনক হয়ে ওঠার আগেই আঘাত হানেন হাসান। মধ্যাহ্ন বিরতির পর পান্টকে লিটনের ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ শিকার তুলে নেন তিনি। ৫২ বলে ৩৯ রান করেন পান্ট।
পঞ্চম উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে আরও ৪৮ রান যোগ করে জয়সওয়াল। ফিফটিও তুলে নেন। তাকে ফেরান নাহিদ রানা। ১৪৮ কিলোমিটার গতির ডেলিভারি বুঝে উঠতে পারেননি ভারত ওপেনার। ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা সাদমান ইসলামের হাতে ধরা পড়েন। ৫৬ রান করে যান জয়সওয়াল।
পরের ওভারেই লোকেশ রাহুলকে শিকার বানান মেহেদী হাসান মিরাজ। ৪৩তম ওভারের তৃতীয় বলে শর্ট লেগে তাকে জাকির হাসানের ক্যাচে ফেরান মিরাজ। ১৪৪ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত।
সেখান থেকে হাল ধরেন জাদেজা ও অশ্বিন। ওয়ানডে মেজাজে ব্যাট করে ১০৮ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন অশ্বিন। সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কার মার। দুজনের অপ্রতিরোধ্য ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটছে ভারত। বাংলাদেশের বিপক্ষে টেস্টে সপ্তম উইকেটে ভারতের সবচেয়ে বেশি রানের রেকর্ড জুটি এটি। ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন অশ্বিন। সেঞ্চুরির পথে হাঁটছেন জাদেজাও। ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত আছেন।
টাইগার বোলারদের হয়ে হাসান মাহমুদ ১৮ ওভার বল করে চার মেডেনসহ ৫৮ রান খরচায় ৪ উইকেট নেন। একটি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।








