পাঁচ বছর পর ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে রোহিত-কোহলিদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টিম টাইগার্স। সবশেষ ২০১৯ সালে টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করেছিল লাল-সবুজের দল।
বৃহস্পতিবার ২০২৪-২০২৫ মৌসুমে ঘরের মাঠে নিজেদের দ্বিপাক্ষিক সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের বিপক্ষে টেস্ট-টুয়েন্টি দিয়ে মৌসুম শুরু করবে টিম ইন্ডিয়া। পরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শেষে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।
৬ অক্টোবর ধর্মশালায় গড়াবে প্রথম টি-টুয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয়টি। ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ১৬ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ৫ ম্যাচের টি-টুয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।







