বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসকে পাবে এমন আশা ছিল থ্রি-লায়ন্সদের। তবে মঙ্গলবারের ম্যাচটিতে সাইডলাইনেই বসে থাকতে হচ্ছে এই অলরাউন্ডারকে।
৩২ বর্ষী স্টোকস টুর্নামেন্ট শুরুর আগে থেকে হিপের ইনজুরিতে ভুগছেন। গত ১০ দিন তিনি নেটে ব্যাট করেছেন, ধর্মশালায় পৌঁছে সেখানে কিছুটা অনুশীলনও করেছেন। কিন্তু ইনজুরির কারণে অস্বস্তিতে ভোগায় এবং ধর্মশালার বাজে আউটফিল্ড তাকে মাঠে নামাতে ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে।
ইংল্যান্ডকে বাংলাদেশ ম্যাচের আগে মাঠের বাজে অবস্থা নিয়ে সতর্ক করেছেন ইংলিশদের সাবেক ব্যাটার ও বর্তমানে আফগানিস্তানের কোচ জনাথন ট্রট। বাংলাদেশ-আফগানিস্তন ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বড় ধরণের ইনজুরিতে পড়তে যাচ্ছিলেন মুজিব উর রহমান।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালয়। আগামী ১০ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১ টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে টিম টাইগার্স। অন্যদিকে প্রথম ম্যাচে বড় হারে খানিকটা চাপেই ইংল্যান্ড।








