টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ছোট সংস্করণের সিরিজে প্রথম ম্যাচে সফরকারীদের ব্যাটে পাঠিয়ে সাফল্য পেতে ১০ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। এসময় ফিল সল্টের উইকেট তোলেন নাসুম। তারপর মালানকে ফেরান সাকিব।
৪ চার ও এক ছয়ে ৩৫ বলে ৩৮ রানে উইকেটের পেছনে লিটনের ক্যাচ হন ওপেনার ফিল সল্ট। মালান ৪ রান করে সাকিবের বলে শান্তর তালুতে জমা হন। এরআগে নাসুম ও অধিনায়ক সাকিব ষষ্ঠ ওভারে দুই ক্যাচ হাতছাড়া করায় সাফল্যহীন থাকতে হয় টাইগার বোলারদের।
বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১০৬ রান। অধিনায়ক বাটলার ৩৩ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫৬ রানে ব্যাট করছেন, সঙ্গী বেন ডাকেট ৩ বলে ৩ রান।
বাটলার-সল্ট জুটি ভাঙার সুযোগ এসেছিল টাইগারদের সামনে। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে সল্টের ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার নাসুম। দুই বল পর বাটলারের ক্যাচ হাতছাড়া করেন সাকিব।







