এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৬ রানে হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ প্রত্যাবর্তন করেছিল টিম টাইগার্স। শাই হোপ ও আলিক আথানজের শতরানের জুটির পরও ক্যারিবীয়দের দেড়শ রানের আগে থামায়। এরপর ব্যাট হাতে আবারও ব্যর্থ লিটন দাসের দল। তানজিদ তামিম ক্যারিয়ারের নবম টি-টুয়েন্টি ফিফটির দেখা পেলেও ১৪ রানে হার দেখেছে স্বাগতিক দল। তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রামের বীরশেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়েছে সফরকারী দল। জবাবে নেমে ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশ।
রান তাড়ায় নেমে টাইগারদের শুরুটা ভালো হয়নি। ১৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে। সাইফ ফিরে যান ১১ বলে ৫ রান করে। দ্বিতীয় উইকেটে লিটন ও তানজিদ মিলে যোগ করেন ৩৫ রান। ১৭ বলে ২৩ রানে লিটন ফিরলে জুটি ভাঙে।
তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয় ও তানজিদ মিলে যোগ করেন আরও ৩৭ রান। ১৪ বলে ১২ রানে হৃদয় ফিরে যান। পরে জাকের ও তানজিদ মিলে যোগ করেন ৩২ রান। ৩টি করে চার ও ছক্কায় ৪৮ বলে ৬১ রান করে তানজিদ ফিরে গেলে জুটি ভাঙে।
এরপর দ্রুতই ফিরে যান জাকের আলি অনিক ও শামীম পাটোয়ারী। জাকের ১৮ বলে ১৭ রান এবং শামীম করেন ২ বলে ১ রান। এরপর রিশাদ ফেরেন খালি হাতে। ওভারের শেষ বলে নাসুম বোল্ড হন ২ রান করে।
ক্যারিবীয় বোলারদের হয়ে রোমারিও শেফার্ড ও আকিল হোসেইন নেন দুটি করে উইকেট। জেসন হোল্ডার নেন ৩ উইকেট।
এর আগে ব্যাটে নেমে ১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১০৫ রানের জুটি গড়েন শাই হোপ ও আলিক আথানজে। ১১.২ ওভারে ৫২ রান করা আথানজেকে ফেরান নাসুম আহমেদ। ৩৩ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কার মার। এরপরই ধস নামে। ১২ রানের মধ্যে আরও ৪ উইকেট তুলে নেন রিশাদ-নাসুমরা।
হোপকে ফেরান মোস্তাফিজ। ৩টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৫৫ রান করেন। শেরফান রাদারফোর্ড (০), রোভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডার (৪) ফিরে যান নামের সাথে সুবিচার করতে না পেরে।
১১৮ রানে ৬ উইকেট হারানোর পর রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ মিলে যোগ করেন ২৭ বলে ২৬ রান। ১৯.১ ওভারে দলীয় ১৪৪ রানে শেফার্ডকে ফেরান মোস্তাফিজ। ১৬ বলে ১৩ রান করেন শেফার্ড। পরের বলে খ্যারি পিয়েরেকে বোল্ড করেন টাইগার পেসার।
পরে রোস্টন চেজ ও আকিল হোসেইন ইনিংস শেষ করেন। রোস্টন চেজ ১৪ বলে ১৭ রান এবং আকিল ১ রান করেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩ উইকেট নেন। রিশাদ ও নাসুম দুটি নেন করে উইকেট। এছাড়া তাসকিন ১ উইকেট নেন।








