এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সোমবার সাংবাদিকদের এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন। বলেছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে হবে নির্বাচন।
সংবাদ সম্মেলনে নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘আজকের বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের মাধ্যমে জানতে পারব। তবে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত।’
‘নির্বাচন কমিশন এখনও গঠন করা হয়নি। সেটা সভাপতির উপর ছাড়া হয়েছে। নাম সুপারিশ করার জন্য। কিন্তু তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠিত হবে। আমার ধারণা ২-৩ দিনের মধ্যেই আমরা জানতে পারব।’
বিসিবি নির্বাচনে শুরুতে কাউন্সিলরদের ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে তার সঙ্গে যোগ হবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পাওয়া আরও দুজন। সেই ২৫ পরিচালকের ভোটে বোর্ড সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।







