এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তিন ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটে নেমে দারুণ শুরু পেয়েছিল তারা। টাইগার বোলাররা প্রত্যাবর্তন করলেও মোহাম্মদ নবির ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে আফগানস্তিান। হোয়াইটওয়াশ এড়াতে মেহেদী হাসান মিরাজদের লাগবে ২৯৪ রান।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৯৩ রানের সংগ্রহ গড়েছে তারা।
আফগানদের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনীতে ৯৯ রান তোলেন দুজনে। ৪৪ বলে ৪২ রান করে গুরবাজ ফিরলে জুটি ভাঙে।
দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ অটলকে নিয়ে আরও ৭৪ রান যোগ করেন জাদরান। ৩১.৩ ওভারে ১৭৩ রানে অটল ফিরে যান। ৪৭ বলে ২৯ রান করেন। এরপর ধস নামে আফগান ইনিংসে। ১৭৭ রানে হাশমতউল্লাহ শাহিদী ফেরেন ২ রান করে। ১৮৬ রানে জাদরান রানআউট হন। ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৯৫ রান করেন আফগান ওপেনার।
১৮৮ রানে ইকরাম আলি খিল আউট হলে পঞ্চম উইকেট হারায় আফগানরা। ষষ্ঠ উইকেটে আজমতউল্লাহ ওমরজাই মোহাম্মদ নবিকে নিয়ে যোগ করেন ২৩ রান। ওমরজাই ফেরেন ২১ বলে ২০ রান করে। ২২১ রানে রশিদ খানের উইকেট হারায় তারা। ৬ বলে ৮ রান করে ফিরে যান রশিদ।
পরে নাঙ্গেয়ালিয়া খারোতে নিয়ে ২৮ রান যোগ করেন নবি। ৪৮তম ওভারে ২৪৯ রানে জোড়া সাফল্য এনে দেন হাসান মাহমুদ। নাঙ্গেয়ালিয়া খারোতের পর আল্লা মোহাম্মদ গজনাফরকে ফেরান। শেষ দিকে ঝড় তোলেন মোহাম্মদ নবি। ৩৫ বলে ফিফটি করে আফগানদের সংগ্রহ টানেন ২৯৩ রানে। ৪ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে ৬২ রান করেন।
টাইগার বোলারদের মধ্যে সাইফ হাসান ৩ উইকেট নেন। তানভীর ইসলাম ও হাসান মাহমুদ নেন দুটি উইকেট।








