এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৩-২৪ মৌসুমের জন্য ব্যালন ডি’অর কার হাতে যাবে তা এখনও উন্মুক্ত নয়। দৌড়ে অনেকটা এগিয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র, জুডে বেলিংহাম ও রদ্রির মতো তারকারা। ইউরোপীয় গণমাধ্যমগুলোতে আলোচনায় শীর্ষে ছিল ভিনিসিয়াসের নাম। তবে ব্রাজিল তারকার হাতে নাকি উঠছে না সোনালী খেতাব। সে কারণে রিয়াল মাদ্রিদের কেউই প্যারিসে যাচ্ছেন না বলে খবর ছড়িয়ে পড়েছে।
সোমবার রাত ১টায় প্যারিসের দু শাতলে থিয়েটারে জানানো হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। তার কয়েকঘণ্টা আগে এমন খবর দিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। যিনি ফুটবল সংক্রান্ত খবর ব্রেক করার নির্ভরযোগ্য সূত্র বলে খ্যাত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালিয়ান এ সাংবাদিক জানিয়েছেন, ‘ভিনিসিয়াস প্যারিসে ভ্রমণ করবেন না, কারণ তিনি ব্যালন ডি’অর জিতছেন না। রিয়াল মাদ্রিদের কেউ এই অনুষ্ঠানে যোগ দেবেন না। ফ্লোরেন্তিনো পেরেজও না, ভিনিও না, আনচেলত্তিও না, ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী জুড বেলিংহামও আজ প্যারিসে থাকছেন না।’
আরেক পোস্টে ফ্যাব্রিজিও জানিয়েছেন, স্পেন ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির হাতে উঠতে চলেছে ব্যালন ডি’অর।








