এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে দশম দিনে ছেলেদের ব্যাডমিন্টন এককে সোনা দেখা পেয়েছে ডেনমার্ক। শুটিং স্কেটে মিশ্র দলীয় ফাইনালে সোনা এসেছে ইতালির ঘরে।
ব্যাডমিন্টনে ডেনমার্ককে সোনা এনে দেন ভিক্টর অ্যাক্সেলসেন। থাইল্যান্ডের কুনলাভুত ভিতির্সানকে ৫২ মিনিটের লড়াইয়ে ২১–১১, ২১–১১ গেমে হারিয়ে এ ইভেন্টে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জিতলেন অ্যাক্সেলসেন। রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভিতির্সানকে। ব্রোঞ্জ জিতেছেন মালয়েশিয়ার লি জি জিয়া।
শুটিংয়ে স্কেটে মিশ্র দলীয় ফাইনালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা জিতেছে ইতালি। রৌপ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জিতেছে চীন।








