এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ ওরফে ‘বাচ্চু রাজাকার’ আত্মসমর্পণ করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন।
২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তবে বিচার চলাকালে এবং রায় ঘোষণার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর আবুল কালাম আজাদ বলেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক বছরের জন্য তার দণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছে। আইনজীবীর পরামর্শেই তিনি আজ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন।
আবুল কালাম আজাদের জন্ম ফরিদপুরে। মানবতাবিরোধী একাধিক অপরাধে জড়িত থাকার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, তিনি ১৪ জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা, দুই নারীকে ধর্ষণ, আরও দুজনকে নির্যাতন এবং একাধিক বাড়িতে অগ্নিসংযোগের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
এ বিষয়ে ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।








