ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের সাথে সিরিজ ড্রয়ের পর এবার আয়ারল্যান্ডের সঙ্গে হেরেই বসেছে পাকিস্তান। আইরিশদের সঙ্গে টি-টুয়েন্টিতে প্রথমবার হারের মুখ দেখল বাবর আজমের দল। এমন হারের জন্য বোলার ও ফিল্ডারদের দায়ী করলেন পাকিস্তানের অধিনায়ক।
ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় দুদল। আগে ব্যাটিংয়ে নেমে সফরকারী পাকিস্তান ৬ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে সাবেক অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির ৭৭ রানের দারুণ ইনিংসে ৫ উইকেটে আইরিশরা ঐতিহাসিক জয় পায়।
ম্যাচ শেষে বাবর বলেছেন, ‘প্রথম ছয় ওভারে আমাদের শুরুটা ভালো হয়নি। সেই সময় উইকেট দ্বিমুখী আচরণ করছিল। তবে শুরুর ধাক্কা ভালোভাবেই সামলে উঠেছিলাম। শেষপর্যন্ত ১৮২ রান তুলতে পারি, আমার মনে হয় এটা ১৯০ রানের উইকেট।’
‘ম্যাচটি আমরা বোলিং ও ফিল্ডিংয়ে কারণে হেরেছি। আসলে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আমাদের কিছু বাজে ফিল্ডিংয়ে রান খরচ হয়েছে। প্রথম ছয় ওভারে আক্রমণ ভালোই ছিল, কিন্তু শেষপর্যন্ত ধরে রাখতে পারিনি। মনে হয় আমরা প্রথম ১০ ওভারে এগিয়ে ছিলাম, কিন্তু শেষ ১০ ওভারে নয়।’







