বাংলাদেশ আওয়ামী লীগের সুইডেন শাখার বার্ষিক সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এই সময় সভাপতি পদে জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ বজলুল বারী মাছুম এর নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাণী পাঠ করা হয়।
এরপর কার্যকরী কমিটির নির্বাচন শেষে নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আগামী তিন বছরের জন্য সভাপতি পদে জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ বজলুল বারী মাছুম এর নাম ঘোষণা করেন।







