মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পর শাহজাহান শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে শাহজাহান শেখের বাড়ির সামনে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাহজাহান বীরতারা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। নিহত শাহজাহান মদের নেশাগ্রস্ত ছিলেন দাবি করেছে পরিবার।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শাহজাহান শেখ। শুক্রবার স্থানীয়রা কাঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখলে, তারা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মৃতের স্ত্রী শিমা বেগমসহ স্বজনরা বলেন, প্রায় নেশা করে বাড়ি ফিরতেন শাহজাহান। বৃহস্পতিবার সে আর বাসায় ফিরেনি। তার সাথে এলাকার কারো শত্রুতা ছিল না, তাই কোনো প্রকার আইনি অভিযোগ করছি না আমরা।
শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইয়াসিন মুন্সি বলেন, পরিবার জানিয়েছে বিয়ের আগে থেকে মৃত শাহজাহান নেশাগ্রস্ত ছিলেন। মৃতের বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যমর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।







