সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারো রিমান্ডে নিতে ডিবির আবেদন নামঞ্জুর করেছে আদালত। একইসাথে গ্যাস বাবুকে ১০ কার্য দিবসের মধ্যে ঝিনাইদহের কারাগারে পাঠিয়ে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ। আদেশের বিরুদ্ধে রিভিশন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।







