এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই মহাতারকার ফেরার দিনে বড় ধাক্কাই খেল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই দুজন ফিরেছেন সাজঘরে। বেশ চাপে পড়েছে টিম ইন্ডিয়া।
পার্থে রোববার টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। শুরুটা একদমই ভালো হয়নি শুভমন গিলের দলের। ৮ রানে আউট হয়েছেন রোহিত, কোহলি ফিরেছেন শূন্য রানে। বেশি সময় টিকতে পারেননি অধিনায়ক গিলও। তার ব্যাটে এসেছে ১০ রান।
গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন রোহিত-কোহলি। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ম্যাচে অধিনায়ক ছিলেন রোহিত। তার ৮৩ বলে ৭৬ রানে ভর করে শিরোপা জয়ের স্বাদ এসেছিল। ফাইনালে কোহলি ১ রানে আউট হয়েছিলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে ভারত। বৃষ্টিতে বন্ধ আছে খেলা। ৬ রানে শ্রেয়াস আয়ার ও ৭ রানে অক্ষর প্যাটেল আছেন ক্রিজে।








