এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্কটল্যান্ডে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়া টপঅর্ডার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। তাদের ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিকদের উড়িয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টি-টুয়েন্টিতে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছে অজি বাহিনী।
তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বুধবার এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৪ রান তোলে স্কটল্যান্ড। জবাবে নেমে ৯.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল (৬২) বাকি রেখে জয়ের রেকর্ড এখন এটাই।
জয়ের পথে পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া। ৬ ওভারেই তুলেছে ১১৩ রান তুলেছে দেশটি। আগের সর্বোচ্চ ছিল ১০২ রান, গত বছর মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকা এই রেকর্ড করেছিল।
স্কটিশদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই অভিষিক্ত জ্যাক ফ্রেজারকে হারায় অস্ট্রেলিয়া। তবে এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান আরেক ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। ১৭ বলে ফিফটি পূর্ণ করা হেড ১২টি চার ও ৫টি ছক্কায় ২৫ বলে ৮০ রান করেন। ১২ বলে ৩৯ রান করেন মার্শ।


