অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল ১৫০ রানে অলআউট হয়েছে ভারত। যেখানে সর্বোচ্চ ৪১ রান করেছেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি। অভিষেকে দলের খারাপ সময়ে অজিদের পেস সামলেছেন তিনি। এমন পারফরম্যান্সে তাকে আত্মবিশ্বাসী করে তুলেছেন কোচ গৌতম গম্ভীর।
ম্যাচ শেষে নীতিশ বলেছেন, ‘আমিও পার্থের (বাউন্স) নিয়ে অনেক কথা শুনেছিলাম। পার্থ টেস্টের আগে আমরা যে অনুশীলন সেশন করেছিলাম, তারপরে যেটা হয়েছিল, সেটা আমার মনে আছে।’
‘অনুশীলনের পর গৌতম স্যারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে, যখন তোর দিকে কোনো বাউন্সার ধেয়ে আসবে বা সেরকম কোনো বল পাবি বা দুর্দান্ত স্পেলের মুখে পড়বি, তখন মনে করবি যে দেশের জন্য তুই বুলেট হজম করছিস। সেটা আমায় খুব সাহায্য করেছে। ওই কথাটা আমায় আত্মবিশ্বাস জুগিয়েছিল।’







