নানা নাটকীয়তায় গেল মাসের শেষ সপ্তাহে ঢাকায় হয়ে গেল পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ এর কনসার্ট! যে কনসার্টটি নিয়ে ছিলো চরম বিশৃঙ্খলার অভিযোগ। এরমধ্যে আবারও শোনা যাচ্ছে, আসছে নভেম্বরে ঢাকায় গাইতে আসছে পাকিস্তানের আরেক জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।
আতিফ আসলামকে নিয়ে ঢাকায় এই কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। শুধু আতিফ নয়, বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী এই কনসার্টে গাইবেন বলে জানা গেছে। তবে আতিফ ছাড়া ‘ম্যাজিকাল নাইট ২.০’ এর এই কনসার্টে কারা থাকবেন তা নিশ্চিত করেনি আয়োজকরা।
আয়োজকরা নিজেদের ফেসবুকে পেজে আতিফ আসলামের আসার খবরটি নিশ্চিত করেন। ইভেন্ট শেয়ার করে তারা জানান, আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ।
এদিন বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টার দিকে। তবে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা জানা যায়নি।







