সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত ১৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
গতকাল (১৬ জুলাই) সোমবার বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগের। চলে রাত পৌণে ১০টা পর্যন্ত। এই সংঘর্ষের ঘটনায় আহত হয় তিন শতাধিক শিক্ষার্থী।
এরপর রাতে কার্জন হল এলাকায় পরবর্তী কমসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।গভীর রাতেও থমথমে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টিএসসিসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সারাদেশের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির কথা জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
এর আগে প্রায় সাত ঘন্টা ধরে চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বেলা তিনটার দিকে বিজয় একাত্তর হল এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশে। রাত পৌণে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে শহীদুল্লাহ হল এলাকায়।
টিএসসিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যোগ দেয় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।







