এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তফসিল ঘোষণার পর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গৃহীত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। ভবিষ্যৎ জীবনের জন্য প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস তাদের শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য,২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এত দিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।







