বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও ঋণ দিতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক। এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইয়ানমিন ইয়ান এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।
এসময় তারা নতুন ঋণ সহায়তা নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, এখন এলজিআরডির দশ প্রকল্পে এডিবির ২২ হাজার ৩৫৫ কোটি টাকার ঋণ আছে। কর্মসংস্থান এবং সম্প্রতি বন্যা-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা উন্নয়নে ঋণ চায়। বিভিন্ন উন্নয়ন সহযোগীর ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব আছে বলে অফার আছে।
এডিবি ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ অনেক উন্নতি করেছে। মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে যাচ্ছে। সেই উন্নয়নে এডিবি সহযোগী হতে চায়। বাংলাদেশের উন্নয়নে সহায়তা বাড়াতে চায়। জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ গ্রামীণ উন্নয়নে কাজ করবে এডিবি।







