এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতে হতে যাওয়া এশিয়া কাপ হকির সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন। আসরে অপ্রত্যাশিতভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে ওই বাংলাদেশের ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ হকি আসরের উদ্বোধনী হবে।
এবারের এশিয়া কাপের আসর বসবে ভারতে। দুই গ্রুপে ভাগ হয়ে মোট আট দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে পুল ‘বি’ তে। বাংলাদেশের গ্রুপে অন্যান্য দেশ হল মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং চাইনীজ তাইপে।
আসরের উদ্বোধনী ম্যাচ হবে ২৯ আগস্ট। মালয়েশিয়া এবং বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে খেলা। এদিন আরও খেলবে সাউথ কোরিয়া-চাইনীজ তাইপে, জাপান-কাজাখস্তান এবং ভারত ও চায়না।
বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে ৩০ আগস্ট। এদিন তাদের প্রতিপক্ষ চাইনীজ তাইপে। একদিন বিরতি দিয়ে বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ১ সেপ্টেম্বর। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া।
দুই গ্রুপের আট দলের মধ্যে চার দল খেলবে সেমিফাইনালে। আসরের চ্যাম্পিয়ন দল ২০২৬ সালে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে চলা ছেলেদের হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।








