প্রথম ইনিংসে স্পিনারদের দেখে-শুনে খেলে সাড়ে তিনশ রান পার করলেও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ভারতীয় স্পিনে ধরাশায়ী হয়ে ১৪৫ রানেই গুটিয়ে গেছে ইংলিশরা। তাতে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। রান তাড়ায় নেমে ৮ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৪০ রান করেছে স্বাগতিক দলটি। সিরিজ জিততে টিম ইন্ডিয়ার প্রয়োজন ১৫২ রান, হাতে সময় দুই দিন।
রাঁচি টেস্টে রোববার ৭ উইকেটে ২১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। মধ্যাহ্নের আগেই তারা গুটিয়ে যায় ৩০৭ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন আর কুলদীপ যাদবের ঘূর্ণিতে সবকিছু তালগোল পাকিয়ে ফেলে ইংলিশ ব্যাটাররা।
দলীয় ১৯ রানের মাথায় বেন ডাকেটের উইকেট হারানোর পর স্কোরকার্ডে বদল আসার আগেই চলে যায় অলি পোপের উইকেট। ডাকেটকে সরফরাজ খানের ক্যাচ বানিয়ে পরের বলেই পোপকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন অশ্বিন। ডাকেটের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৫ রান, পোপ শূন্য রানে ফিরে যান।
দলীয় ৬৫ রানে জো রুটকে ১১ রানে সাজঘরের পথ দেখান ভারতীয় ডানহাতি স্পিনার। ওপেনিংয়ে নেমে লড়াই করা জ্যাক ক্রলি থামেন ৬০ রানে। টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি হাঁকানো এই ডানহাতি ইংলিশ ব্যাটার খেলেন ৭টি চারের মার।
অশ্বিনের ক্ষুরধার বোলিংয়ের পর বিধ্বংসী হয়ে উঠেন রবিন্দ্রা জাদেজা ও কুলদীপ। ৪২ বলে ৩০ রান করা জনি বেয়ারস্টোকে জাদেজা ফিরিয়ে দিলে ইংলিশরা আর দাঁড়াতে পারেনি।
বেন ফোকস ধৈর্য্য ধরে ৭৬ বল খেললেও তার ব্যাট থেকে আসে ১৭। অশ্বিনকে ফলো থ্রু করে ফেরত যান তিনি। এছাড়া আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত ৫৩.৫ ওভার ব্যাট করে মাত্র ১৪৫ রান তুলেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।
শেষ বিকেলে ব্যাট হাতে নেমে ওভার প্রতি ৫ করে রান তুলে দিন শেষ করে ভারত। ৪০ রানের সংগ্রহে, রোহিত শর্মা ২৭ বলে ২৪ রানে এবং যস্বী জয়সওয়াল ২১ বলে ১৬ রানে অপরাজিত আছেন।








